আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের খেলা এখনো শেষ হয়নি। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দুই ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে বিশ্বকাপ। আজ তারা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডকে।
নেপালে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে এখনো অপরাজিত বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন জ্যোতিরা। সুপার সিক্সে থাইল্যান্ড, স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আজ কীর্তিপুরে স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দেওয়া ১৯২ রানের লক্ষ্যে নেমে যেভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল স্কটল্যান্ড, তাতে ১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা কাজ করে স্কটিশদের। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬.৩ ওভারে ৯ উইকেটে ৭৮ রানে পরিণত হয় স্কটল্যান্ড। দশম উইকেটে পিপ্পা স্প্রুল ও অলিভিয়া বেলের ২৩ রানের জুটিতে স্কটিশরা কোনোরকমে ১০০ পেরিয়েছে। ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানে আটকে যায় স্কটল্যান্ড।