দেশকে এগিয়ে নিতে যা জরুরি
বাংলাদেশের স্বাধীনতা দরকার ছিল উন্নতির জন্য। স্বাধীনতার পর উন্নতি যে হয়নি, এমন কথা কেউ বলবে না। বিস্তর উন্নতি ঘটেছে। এমনকি এটাও বলা যাবে যে, উন্নতি নিজেই একটা ব্যবসাতে পরিণত হয়েছে। আমাদের বিশ্ববিখ্যাত দারিদ্র্য বিশ্বের নানা স্থানে বিক্রি হচ্ছে। ওদিকে মুঠোফোন এখন আমাদের হাতে হাতে যেমন, তেমনি কানে কানেও। ওই ফোনে নাকি কৃষক বাজারদর থেকে শুরু করে গরু-ছাগলের অসুখ-বিসুখ পর্যন্ত যেকোনো বিষয় সম্পর্কে অতিদ্রুত তথ্য ও পরামর্শ সংগ্রহ করতে পারছে। তাতে কৃষকের ভাগ্য কতটা ফিরেছে, তা অবশ্য বলা যাচ্ছে না।