সম–অধিকার নিশ্চিতে প্রয়োজন নারী দিবস
প্রথম আলো
প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ১৯:০৫
নারীরা ও পুরুষ মানুষ হিসেবেই জন্ম নেয়। বুদ্ধিবৃত্তিক সব কাজে উভয়েই সমান। অথচ শারীরিক কাঠামোর কারণে নারীকে পদে পদে বঞ্চনা আর কটূক্তির শিকার হতে হয়। এ জন্যই সম–অধিকার নিশ্চিত করতেই প্রয়োজন নারী দিবসের।
অনেকেই প্রশ্ন করেন, পুরুষ দিবস তো পালিত হচ্ছে না, তাহলে নারী দিবস কেন পালিত হবে? চিকিৎসক রওশন আরা বেগম বলেন, শারীরিক কাঠামোর কারণে নারীরা পুরুষের তুলনায় একটু কোমল কিন্তু সে জন্ম নেয় মানুষ হিসেবেই। এ কারণেই বুদ্ধিবৃত্তিক সব কাজে নারী সব সময় পুরুষের সমকক্ষ। শারীরিক কাঠামোর কারণে নারীকে পদে পদে বঞ্চিত হতে হয়। এই বঞ্চনা ও নানা ধরনের কটূক্তি থেকে রক্ষা পেতে এবং মানুষ হিসেবে জন্মসূত্রে পাওয়া সব অধিকার নিশ্চিত করতেই নারী দিবস করা প্রয়োজন।