পোশাক রফতানিতে উৎসে কর অর্ধেক করার দাবি বিজিএমইএ’র
তৈরি পোশাক রফতানিতে উৎসে কর শূন্য দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে আগামী পাঁচ বছর পর্যন্ত শূন্য দশমিক ২৫ শতাংশ করার দাবি জানিয়েছে পোশাক শিল্প মালিক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট নিয়ে গতকাল বুধবার (১০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনায় এই দাবি জানান সংগঠনটির সভাপতি ড. রুবানা হক।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় বিজিএমইএ ছাড়াও পোশাক রফতানিকারকদের আরেক সংগঠন বিকেএমইএ এবং বস্ত্র মিল মালিকদের সংগঠন বিটিএমএ অংশ নেন। এনবিআরের কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন, মুসক নীতির সদস্য মো. মাসুদ সাদিক এবং কাস্টমস নীতির সদস্য গোলাম কিবরিয়াও সভায় উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.