নয়াদিল্লির নতুন আঞ্চলিক হিসাবনিকাশ
ভারত দেখিয়েছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হলে নিজের স্বার্থরক্ষা করতে যথেষ্টই সক্ষম। আর এখন শক্তিশালী অবস্থানে থেকেই শান্তির পথে হাঁটতে চাইছে দেশটি।
গত ফেব্রুয়ারি মাসে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর সেনা প্রত্যাহার শুরু এবং নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর যুদ্ধবিরতি ঘোষণা হয়। এর মধ্য দিয়ে নয়াদিল্লির আঞ্চলিক নীতি আরেকটি কৌতূহলকর মোড় নেয়। বিষয়টি ঘটে পাক্কা ৯ দফা উচ্চপর্যায়ের সামরিক আলোচনার পর। পানগং তসো অঞ্চলে অসামরিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে চীনা এবং ভারতীয় সৈন্যসামন্ত এবং অস্ত্রসরঞ্জাম তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে গিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর একাধিক স্থানে ভারতীয় সেনারা এখনো চীনা প্রতিপক্ষের সঙ্গে পাল্টাপাল্টি অব্যাহত রাখলেও সাম্প্রতিক এই পদক্ষেপগুলোকে ব্যাপকভাবে দুই এশীয় পরাশক্তির মধ্যে দীর্ঘকালীন উত্তেজনা হ্রাস প্রক্রিয়ার সূচনা হিসেবেই দেখা হচ্ছে।