কী শুরুটাই না পেয়েছিল শ্রীলঙ্কা! কিন্তু ওপেনিংয়ে সেঞ্চুরি জুটির পর পথ হারায় শ্রীলঙ্কা। এরপর সেখান থেকে সফরকারী শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়াতে দেয়নি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ২৩২ রানে লঙ্কান ইনিংস থামিয়ে সেই রান হেসেখেলে তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে দলে ফেরা শাই হোপের ম্যাচ জেতানো সেঞ্চুরিতে আইসিসি ওয়ানডে সুপার লিগে প্রথম পয়েন্টের দেখা পেল ক্যারিবীয়রা। কাল অ্যান্টিগায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজে এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এগিয়ে ১-০ ব্যবধানে। তিন ওভার হাতে রেখে ম্যাচটা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও দানুস্কা গুনাতিলকা ক্রিজে থাকা অবস্থায় কেউ ওয়েস্ট ইন্ডিজের এমন সহজ জয় চিন্তা করতে পারেনি। দুজনই খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। উইকেটেও ছিল না তেমন কোনো রহস্য। কিন্তু নিজেদের ভুলেরই মাশুল দেয় লঙ্কানরা। ২০তম ওভারে কাইরন পোলার্ডের বোলিংয়ে আলগা শট খেলে কট বিহাইন্ড হন লঙ্কান অধিনায়ক করুনারত্নে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.