গণপরিবহনে প্রতিবন্ধী নারীর আরেক লড়াই
ঢাকার শ্যামলী বাসস্ট্যান্ড থেকে কিছুটা সামনে টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনের জায়গাটি টেকনিক্যাল মোড় নামে পরিচিত। সন্ধ্যার দিকে সেখানে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন ৩০ বছর বয়সী এক নারী। তাঁর গন্তব্য সাভার। অন্তত ১০টি বাসকে হাত দেখিয়ে ওঠার চেষ্টা করার পর একটি বাসে জায়গা হয় তাঁর। তা–ও দুই ঘণ্টা অপেক্ষার পর। আগের বাসগুলো অন্য যাত্রী তুললেও তাঁকে নেয়নি। কারণ, এই নারী দুটি ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। প্রতিবন্ধী এই নারীকে সেদিন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত একই জায়গায় অপেক্ষা করতে হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নারী
- প্রতিবন্ধী
- গণপরিবহন
- ক্রাচে ভর