সাংবাদিকদের অভিযোগ-মতামত শুনতে হবে গণশুনানি
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্য বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতাদের অভিযোগ ও মতামত শুনতে গণশুনানি করবেন প্রধান তথ্য কর্মকর্তা। আগামী রোববার (১৪ মার্চ) এই গণশুনানি হবে।মঙ্গলবার (৯ মার্চ) গণশুনানিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে একটি অফিস আদেশ জারি করেছে তথ্য অধিদফতর।
এতে বলা হয়, তথ্য অধিদফতরের ২০২০-২১ অর্থবছরে গৃহীত শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ব্যক্তিসহ অন্যান্য বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতাদের অভিযোগ/সুচিন্তিত মতামত গ্রহণ এবং সেবা প্রদান পদ্ধতি আরও সহজতর করার উদ্যোগ নেয়া হয়েছে।