মুঠোফোনে আসক্তি বাড়ার কারণ কী?
কয়েকদিন আগে নিউমার্কেটে ফুটপাতে হাঁটছিলাম, হাঁটতে গিয়ে চোখে পড়ল একজন দোকানি অধীর আগ্রহে মুঠোফোনের দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করলাম। পসরা সাজিয়ে কী এমন দেখছেন? বুঝতে পারলাম মুঠোফোনে গেমস খেলছেন। ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছি, গিয়ে দেখি দোকানি গেমস খেলছেন। এটিএম বুথে টাকা তুলতে গিয়েছি, সেখানেও গিয়ে দেখি বুথের পাহারাদার দিব্যি বুথের ভেতরে চেয়ারে বসে শীতাতপ যন্ত্রের বাতাস উপভোগ করছেন আর মুঠোফোনে গেমস খেলছেন। শুধু কি তাই, উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গের সভাতে বসে গেমস খেলা দেখার অভিজ্ঞতা আমার রয়েছে। ক’দিন আগে উড়োজাহাজে কক্সবাজার যাচ্ছিলাম, সেখানে লক্ষ করি, অভিভাবক দু’বছরের বাচ্চার হাতে মুঠোফোন দিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে আছেন। ট্রেনে চড়ে ভারতে যাচ্ছিলাম, সেখানে দেখেছি একজন মা তার বাচ্চার হাতে মুঠোফোন দিয়ে প্রকৃতি উপভোগ করছেন।
- ট্যাগ:
- মতামত
- মোবাইল গেম
- শিশু
- মুঠোফোন
- আসক্তি
- মোবাইল আসক্তি