দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনা সালিসে মীমাংসা, পরে থানায় মামলা
মাদারীপুরের শিবচরে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে শিবচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে ওই শিশুদের পরিবার। এদিকে এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিস বৈঠকে অভিযুক্ত ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করে এ ঘটনার মীমাংসা করে দিয়েছিলেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের একটি গ্রামে প্রায় এক মাস আগে ১০ বছরের ২ মেয়েশিশুকে জাম্বুরা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যৌন নির্যাতন করেন আকমান মাদবর (৫০)। এ ঘটনায় জানাজানি হলে গত ২০ ফেব্রুয়ারি রাতে উত্তর বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন ওরফে হায়দার হাওলাদার যৌন নির্যাতনের শিকার ওই শিশুদের বাড়ির উঠানে এক সালিস বৈঠক করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে