ভর্তুকির চক্র থেকে বিদ্যুৎ খাতকে বের করার পরিকল্পনা কই?
২০২১ সালের জানুয়ারি মাসে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিসহ বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯৯ শতাংশ। সরকারি হিসাবে গত এক যুগে ৫২ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সেবায় যুক্ত হয়েছে। ২০২১ সালের ৩১ জানুয়ারি দেশে বিদ্যুতের গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৪ লাখ। সেচ গ্রাহক বেড়ে হয়েছে ৪ লাখ ৪৬ হাজার। জানুয়ারিতে দেশে গ্রিড উপকেন্দ্র ক্ষমতা দাঁড়িয়েছে ৪৯ হাজার ২৩৪ এমভিএ। বিদ্যুৎ বিতরণ লাইন ৫ লাখ ৯৭ হাজার কিলোমিটার। বর্তমানে দেশে সঞ্চালন লাইন ১২ হাজার ৬৪৭ সার্কিট কিলোমিটার। ২০০৯ সালে এর পরিমাণ ছিল আট হাজার সার্কিট কিলোমিটার। ২০১৯-২০ অর্থবছর শেষে বিদ্যুতের সিস্টেম লস দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।
পিডিবি প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২১ হাজার মেগাওয়াট। তবে সর্বোচ্চ উৎপাদন ১৩ হাজার মেগাওয়াটও ছাড়ায়নি। উৎপাদনে আসছে নতুন বিদ্যুৎকেন্দ্র। লাইসেন্সও দেওয়া হয়েছে বেশ কিছু নতুন বিদ্যুৎকেন্দ্রের। পাশাপাশি বাড়বে ভারত থেকে বিদ্যুৎ আমদানিও। বিপরীতে বিদ্যুতের চাহিদা বাড়ছে না আশানুরূপ হারে। পিডিবির প্রাক্কলনে দেখা যাচ্ছে ২০২৫ সালে অলস বসে থাকবে ১৫ হাজার ৭৩৫ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র।