দুদিন শুটিং করে এক দিন বিশ্রাম নিতে হয়

প্রথম আলো প্রকাশিত: ০৯ মার্চ ২০২১, ১৩:৩৬

ফুসফুস ও হার্টের সমস্যা নিয়েই শুটিং করছেন অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন। তবে চিকিৎসকের সব রকম পরামর্শ মেনে চলছেন তিনি। এ কারণে ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় থেকে বিরত থাকছেন। এমনকি নতুন নাটক-সিনেমায় চুক্তির ক্ষেত্রেও শারীরিক অবস্থাকে বিবেচনা রাখতে হচ্ছে তাঁকে।

গত বছরের অক্টোবর মাসে হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় মিলনের। তখন থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থা বিবেচনা করে প্রায় দেড় মাস বিশ্রাম নিয়েছেন। এরপর নভেম্বর মাসে শুটিংয়ে ফেরেন তিনি। শুটিংয়ে গিয়ে তিনি বুঝতে পারেন, আগের মতো দিনের পর দিন টানা শুটিং আর করতে পারবেন না। এখন দুদিন শুটিং করে এক দিন বিশ্রাম নিতে হয় তাঁকে। এভাবেই চলছে গত ৫ মাস। সেই সঙ্গে নিয়মিত চলছে ওষুধ। মিলন বলেন, ‘অসুস্থ হওয়ার পর থেকে আমার হার্ট এবং ফুসফুসে সমস্যা হয়েছে। ডাক্তারের কড়া নির্দেশ, ঝুঁকিপূর্ণ কিছু করা যাবে না। সিনেমায় আমরা মারপিটের দৃশ্যে অভিনয় করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও