জীবনযুদ্ধে নেমে সফল ফুলচাষি সাজেদা
একসময় সাজেদা বেগমের দিন কাটত ঘরের কাজ করে। তাঁর স্বামী ইমামুল হোসেন ফুল চাষ নিয়ে ব্যস্ত থাকতেন। একদিন জ্বালানি সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পা ফসকে পড়ে আহত হন ইমামুল। স্বামীর স্থায়ী প্রতিবন্ধিতার মুখে জীবনযুদ্ধে লড়তে সামনে এগিয়ে আসেন সাজেদা।
ফুল চাষে স্বামীর জায়গা নেন স্ত্রী। সাজেদাকে সাধ্যমতো কাজে সহায়তা করেন ইমামুল। সাজেদা এখন যশোর ঝিকরগাছার অন্যতম একজন সফল ফুলচাষি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সফলতা
- জীবন যুদ্ধ
- ফুল চাষি