আন্তর্জাতিক নারী দিবস: ভারতে কৃষক বিক্ষোভে হাজার হাজার নারী
আন্তর্জাতিক নারী দিবসে ভারতের নানা শ্রেণীপেশার হাজার হাজার নারী দিল্লি উপকণ্ঠে কৃষকদের চলমান বিক্ষোভে যোগ দিতে আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। ৮ মার্চ সোমবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। ভারত সরকারে করা নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের লাখ লাখ কৃষক গত ডিসেম্বর থেকে রাজধানী দিল্লি উপকণ্ঠে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। বিক্ষোভে যোগ দেওয়া ভিনা নামে পাঞ্জাবের এক নারী বলেন, ‘‘আজ একটি বিশেষ দিন। এই দিনটি নারী শক্তির প্রতিনিধিত্ব করে।