বুধবার থেকে সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন
প্রায় এক বছর বন্ধ থাকার পর বুধবার (১০ মার্চ) থেকে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ পাস ইস্যু শুরু হবে। ওই দিন থেকে পাস নিয়ে দর্শনার্থীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। পাস ইস্যু করার অনুরোধ জানিয়ে সোমবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব ও সব মন্ত্রণালয়/বিভাগের সচিব ও সিনিয়র সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয়। এরপর থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। একান্ত অপরিহার্য না হলে মন্ত্রণালয় ও বিভাগগুলোতে পাস ইস্যু করার পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। করোনা সংক্রমণ বাড়তে থাকলে ১৯ মার্চ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ করা হয়, বন্ধ করে দেয়া হয় দর্শনার্থী পাস ইস্যু।