You have reached your daily news limit

Please log in to continue


অন্তঃসত্ত্বা চরিত্রে মিথিলা, সখ্যতা ‘কালো বিড়ালে’র

দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। কিছুদিন আগে স্বামী সৃজিত মুখার্জি এবং কন্যা আইরাসহ কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন। গত ৩ মার্চ আবারো কলকাতায় ফিরে গেছেন। এদিকে, মেয়ে আইরাকে নিয়ে বই লিখেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভ্রমণবিষয়ক এই বইটির নাম ‘আইরা আর মায়ের অভিযান’। ‘লাইট অব হোপ’ নামের একটি সংস্থা এবারের বইমেলায় প্রকাশ করবে বইটি। এমনটাই জানিয়েছেন মিথিলা। বইটি ঘিরে মিথিলার অনেক দিনের স্বপ্ন। বিষয়টি জানিয়ে মিথিলা বলেন- এটা আমার অনেক দিনের স্বপ্ন। আমার আর আইরার তো অনেক মজার মজার অভিজ্ঞতা। মনে হতো সেটা যদি অন্য বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যাতে তারাও একই জার্নির ভেতর দিয়ে যেতে পারে। গল্পে আমি আর আইরা দুটি চরিত্র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন