কলার বাগানে মাদকের আস্তানা

ডেইলি বাংলাদেশ হবিগঞ্জ সদর প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১৮:০৫

হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুর এলাকায় অবস্থিত খোয়াই নদীর বাঁধ এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এ অবস্থায় বিপথগামী হচ্ছে যুবসমাজ। পাশাপাশি এলাকায় বাড়ছে অপরাধ প্রবণতা।
জানা যায়, গোবিন্দপুর গ্রামের আবিদ নুর নামে এক ব্যক্তি খোয়াই নদীর বাঁধে গড়ে তুলেছেন বিশাল কলাবাগান। ওই বাগানের ঝোপ-ঝাড়ে প্রতিদিন বসে মাদক সেবনের আসর।

উঠতি বয়সী যুবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকসেবন করে থাকেন। দুর্গম এলাকা হওয়ায় সহজে আইনশৃংঙ্খলা বাহিনী পৌঁছাতে পারেনা এখানে। এ সুযোগে মাদকসেবীরা নিরাপদ আস্তানায় পরিণত করেছে ওই বাগানটিকে। বিশেষ করে হবিগঞ্জ শহরের উঠতি বয়সের যুবকরা ওই আস্তানায় যোগ দেয় প্রতিনিয়ত। মাদক সেবনের পাশাপাশি সেখানে চলে জুয়ার আসর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও