মাইক্রোফোনের বদলে দীঘির হাতে প্লাস্টিকের বোতল!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১৭:৪০

চলচ্চিত্র একটি দেশের সবচেয়ে বড় মাধ্যম। শিল্প-সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমও বলা হয় এটিকে। অনেক প্রস্তুতি নিয়ে যত্নের সঙ্গে একজন নির্মাতা ক্যামেরার তুলিতে আঁকেন গল্প ও চরিত্রদের। যার যত মুন্সিয়ানা তার অর্জন ও প্রশংসা তত বিস্তৃত। কালে কালে চলচ্চিত্রের নৌকায় অনেক দক্ষ মাঝি যেমন আছেন তেমনি চলচ্চিত্র ডুবিয়ে দেয়া মাঝির সংখ্যাও কম নয়। বিশেষ করে ঢাকার সিনেমার ইতিহাসে অনেক চলচ্চিত্র পরিচালকই রয়েছেন, যারা বড় পর্দায় কাজ করতে এসে সমালোচিত হয়েছেন।

নামটি যখন দেলোয়ার হোসেন ঝন্টু হয় তখন সিনেমার দর্শক বা অনুরাগীদের প্রত্যাশা একটু বেশি হবে এইটাই তো স্বাভাবিক। ইন্ডাস্ট্রির একজন গুণী নির্মাতা। দীর্ঘদিনের সিনেমাযাত্রায় তিনি সাড়ে তিনশ’র বেশি চিত্রনাট্য লিখেছেন, পরিচালনা করেছেন ৭৩টি চলচ্চিত্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও