![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2021%2F03%2F06%2Findia_border.jpg%3Fitok%3DdfSd-NJg%26timestamp%3D1615008202)
মিয়ানমার সীমান্তে টহল বাড়িয়েছে ভারত
মিয়ানমার সীমান্তে গতকাল শুক্রবার থেকে টহল বাড়িয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। মিয়ানমারের সামরিক জান্তার আদেশ মানতে চান না এমন কিছু পুলিশ কর্মকর্তা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পর সীমান্তে নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
মিজোরাম রাজ্যের চাম্ফাই জেলার কর্মকর্তা জ্যেষ্ঠ কর্মকর্তা মারিয়া জুয়ালি টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘বর্তমানে, আমরা আর কাউকে ঢুকতে দিচ্ছি না। শুক্রবার থেকে ভারতের সীমান্তরক্ষীদের সঙ্গে পুলিশও টহলে অংশ নিয়েছে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
যুগান্তর
| গাজা
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে