দাঁতের যত্নে তেজপাতার ব্যবহার
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ১৮:১৫
দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করি আমরা। দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া, শুধুমাত্র হলদে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করার জন্য। তবে এসব না করে ঘরোয়া কিছু নিয়ম মানলেই দাঁত হবে ঝকঝকা পরিষ্কার।
আমাদের সবার রান্নাঘরেই থাকে তেজপাতা। আর এই তেজপাতাই দাঁত ঝকঝকে রাখতে পারে। চলুন জেনে নেওয়া যাক দাঁতের যত্নে তেজপাতার ব্যবহার। দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী। তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনও টক ফলের সঙ্গে। যেমন, কমলা লেবু বা পাতি লেবুর খোসার সঙ্গে।
- ট্যাগ:
- লাইফ
- দাঁতের যত্ন
- তেজপাতার ব্যবহার