নির্বাচন কমিশন গত বুধবার দুপুরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে। এর পরপরই নাটোরের নলডাঙ্গা উপজেলার গ্রামগঞ্জে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের নেতারা মোটরসাইকেল মহড়া, উঠান বৈঠক ও মতবিনিময় সভা শুরু করেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকার হাল ধরার আশায় মোটরসাইকেলে করে মহড়া দিচ্ছেন উপজেলার পিপরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মো. শাহজালাল। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার শতাধিক মোটরসাইকেলে চেপে তিনি তাঁর সমর্থকদের নিয়ে ইউনিয়নের ২৮টি গ্রামে জনসংযোগ করেন। একই উদ্দেশ্যে মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান চেয়ারম্যান কলিম উদ্দিন। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীও মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.