অস্ট্রেলিয়াতে পাঠানো অক্সফোর্ডের ভ্যাকসিন আটকে দিলো ইটালি
অস্ট্রেলিয়াতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের আড়াই লাখ ডোজের একটি চালান আটকে দিয়েছে ইটালি। ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ সদস্য দেশেই করোনার ভ্যাকসিন কার্যক্রম এখনো আশানুরূপ নয়। এর জন্য ভ্যাকসিনের সরবরাহে ঘাটতিকে বারবার দোষ দিয়ে আসছে সংস্থাটি। শুরু থেকেই ভ্যাকসিনের উৎপাদন ও রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইইউ। বিবিসি জানায়, সেই ধারাবাহিকতায় অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ২ লাখ ৫০ হাজার ডোজ অস্ট্রেলিয়াতে পাঠানো আটকে দিলো ইইউ’র সদস্য দেশ ইটালি।