কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দোলের ছুটিতে পুরুলিয়া-ঝাড়গ্রাম-দিঘার যাওয়ার পরিকল্পনা? সে গুড়ে তো বালি

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ০৭:৪৫

ভোটের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পর্যটনে কোপ পড়ল। ২৮ মার্চ দোলের ছুটি। কিন্তু, ২৭ মার্চ দক্ষিণবঙ্গের এমন একাধিক জেলায় ভোট যেখানে বছরের এই সময় বিপুল পর্যটক সমাগম হয়ে থাকে। কিন্ত, নির্বাচনের গেরোয় এবছর তা আর সম্ভব হচ্ছে না। কারণ, কমিশনের বিধি অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে বহিরাগতদের ঢুকতে দেওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে।

ইতিমধ্যেই ঝাড়গ্রামে এবছর একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে দোলের যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দিঘাতেও এ বছর পর্যটক সমাগম নিয়ে রয়েছে চিন্তা। একই অবস্থা পুরুলিয়াতেও। একের পর এক হোটেল বুকিং বাতিল হচ্ছে। একদিকে এই সময় অধিকাংশ হোটেল, গেস্ট হাউস নির্বাচনের নানা কাজে ব্যবহার হবে পাশাপাশি ভোটের দিন বাইরে থেকে পর্যটকরা এসে থাকতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও