WB Election 2021: ভোটে লড়বেন না মন্ত্রী অমিত ও পূর্ণেন্দু
রাজ্যের অন্তত দু’জন মন্ত্রী এ বার সম্ভবত ভোটে লড়বেন না। এঁরা হলেন অমিত মিত্র এবং পূর্ণেন্দু বসু। কেন্দ্র বদলাতে পারে কয়েক জন মন্ত্রী এবং বিধায়কের। আজ শুক্রবার তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় সংস্কৃতি ও ক্রীড়াজগতের পরিচিত কয়েক জন থাকবেন বলে সূত্রের খবর। প্রাক্তন আমলা, পুলিশ ও প্রশাসনে অভিজ্ঞ কয়েক জনকেও মমতা ভোটে লড়ার জন্য বেছে নিচ্ছেন বলে জানা গিয়েছে। ব্যারাকপুরে প্রার্থী হতে পারেন সদ্যপ্রাক্তন মুখ্যসচিব রাজীব সিংহ।
বৃহস্পতিবার রাত পর্যন্ত খবর, অমিতবাবুর কেন্দ্র খড়দহে পুরসভার চেয়ারম্যান কাজল সিংহকে প্রার্থী করা হতে পারে। পূর্ণেন্দুবাবুর রাজারহাট-গোপালপুরে প্রার্থী হতে পারেন এ দিনই তৃণমূলে যোগ দেওয়া সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। তিনি স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও জেলা যুব তৃণমূলের সভাপতি দেবরাজ চক্রবর্তীর স্ত্রী। অমিতবাবুর শরীর ভাল যাচ্ছে না। আর পূর্ণেন্দুবাবুকে মমতা তাঁর এ বারের কেন্দ্র নন্দীগ্রামে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। আইনি সমস্যার কারণে লালগড়ের ছত্রধর মাহাতো নির্বাচনে প্রার্থী হতে চান না বলে দলীয় নেতৃত্বকে জানিয়েছেন। তাঁর জায়গায় স্ত্রী নিয়তিকে প্রার্থী করতে চেয়েও দলের সঙ্গে কথা বলেছেন ছত্রধর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.