![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Mar/03/1614770866988.jpg&width=600&height=315&top=271)
ঋণের পরিশোধে বিক্রি শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ডিসি
নাটোরের বড়াইগ্রামে সুদী মহাজনের চাপে বিক্রিত শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন জেলা প্রশাসক। শিশুকে ফিরিয়ে দেয়ার পাশাপশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের জন্য তাৎক্ষণিক নগদ অর্থ, ফল, খাবার এবং অভাবী পিতাকে একটি ভ্যান কিনে দেন ডিসি।
বুধবার (৩ মার্চ) বিকেলে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ওই শিশুকে তার মায়ের কোলে তুলে দেন।