You have reached your daily news limit

Please log in to continue


সড়কে মৃত্যু আর কত?

প্রতিদিন পত্রিকার পাতা ওলটালে দেখা যায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। প্রতিদিনের সংবাদপত্রে সড়ক দুর্ঘটনা এখন একটি স্বাভাবিক খবর। অন্য অনেকের কাছে এটি স্বাভাবিক সংবাদ হলেও প্রিয়জনদের কাছে তা মহাদুঃসংবাদ হয়ে আসে, যে সংবাদের মূল্য শুধু প্রিয়জনেরাই বুঝতে পারে, অন্য কেউ তা বুঝতে অক্ষম। দুঃখের বিষয়, এমন শোকের সংখ্যা দিনে দিনে বাড়ছেই। কোনোভাবেই কমছে না সড়কে মৃত্যুর মিছিল। মৃত্যুর মিছিলের সঙ্গে দীর্ঘ হচ্ছে শোকের মিছিলও। এখানে আরো একটি তথ্য সবার মনে ভয় ধরিয়ে দেয়। গত ৬ জানুয়ারি নিরাপদ সড়ক চাইয়ের তথ্য অনুযায়ী ২০২০ সালে এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ হাজার ৯৬৯ জন। এছাড়া আহত হয়েছে ৫ হাজার ৮৫ জন। এটা গত বছরের হিসাব। নতুন বছর শুরু হতে না হতে সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এখন প্রশ্ন হলো, দেশে কেন বাড়ছে সড়ক দুর্ঘটনা? কেন কমানো সম্ভব হচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল? এর উত্তর খুঁজতে অতিতে গবেষণা হয়েছে এবং বর্তমানেও ব্যাপক হারে হচ্ছে, কিন্তু কাজের কাজ যেন কিছুই হচ্ছে না। কিন্তু কেন? দেশে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো চালকদের অসতর্কতা ও দক্ষতার অভাব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন