সাবরিনার বিরুদ্ধে প্রতিবেদন ৫ এপ্রিল
ইত্তেফাক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ১১:৫৪
করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বরখাস্ত হওয়া ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তথ্য গোপন করে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ৫ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার (৩ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিলো। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ নতুন এ দিন ধার্য করেন। ইসি সূত্র জানায়, ডা. সাবরিনার দুই এনআইডিতে স্বামীর নাম দুরকম উল্লেখ আছে। একটি এনআইডির চেয়ে অন্যটিতে বয়স কম দেখানো হয়েছে।