মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি রত্না-ঝর্ণারা
আগে যারা ৫০-১০০ টাকা দিত, এখন তারা দেয় ২০ টাকা; কেউ কেউ দিতেও চায় না। তাই অর্থ সংগ্রহ কমে অর্ধেকে নেমেছে, কিন্তু কোনো খরচতো কমেনি। করোনাভাইরাস মহামারীর থাবায় আয় কমে বন্দর নগরী চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের মানুষদের কী অবস্থা দাঁড়িয়েছে তা ফুঠে উঠেছে রত্নার এই কথায়।