নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার বিষপানে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে সুধারাম থানা পুলিশ। নিহত স্কুলছাত্রী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউপির শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে চরজুবলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রামের মো. আলমগীর হোসেনের মেয়ে।
নিহতের চাচা ফিরোজ শাহ জানান, ফজলে রাব্বি রুবেল নামে এক বখাটে রোববার বিকেলে তার ভাতিজিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ অপমান সইতে না পেরে ওইদিন সন্ধ্যায় সে বিষপান করে। পরে তাকে প্রথমে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.