মিথ্যা তথ্য দিয়ে পণ্য খালাস, ১ কোটি ৮০ লাখ টাকার ‘ভ্যাট ফাঁকি’
বণিক বার্তা
প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১৬:০২
মিথ্যা তথ্য দিয়ে পণ্য খালাসের অভিযোগে একটি বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লাখ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে ভ্যাট গোয়েন্দা। এ সম্পর্কিত প্রমাণাদি পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর নাখালপাড়ায় তানাজ এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানটি কার্যালয়ে অভিযান পরিচালনা করে ভ্যাট গোয়েন্দা দল। সংস্থার উপপরিচালক নাজমুন নাহার কায়সারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আমদানিকারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইসিডি কাস্টম হাউস দিয়ে ব্যাটারির একটি চালানে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য খালাস করার অভিযোগ সম্পর্কিত প্রতিবেদন গত ১০ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।