আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে আ.লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ, আহত ১২
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা যুবলীগ নেতার সমর্থকদের ১৭টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পাশে ভাদাইল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ডিইপিজেড এলাকার এক্সপেরিয়েন্স নামের একটি পোশাক কারখানা থেকে ঝুট কিনতেন। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ স্থানীয় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাদেক ভুঁইয়ার ছেলে মনির হোসেনের সঙ্গে ঝুট বিক্রির চুক্তি করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.