কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় রোধে প্রতিরক্ষার কাজ শুরু
কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় রোধসহ প্রতিরক্ষার কাজ শুরু হয়েছে। সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই দিকে দেড় কিলোমিটার এলাকায় জিও টিউব এবং জিও ব্যাগ দিয়ে এই প্রতিরক্ষার কাজ চলছে। ইতোমধ্যে প্রায় ৭০০ মিটার এলাকার কাজ সম্পন্ন হয়েছে। কাজটি সম্পন্ন হলে কুয়াকাটা সমুদ্র সৈকতের বালু ক্ষয় বন্ধ হওয়া সহ ঝুঁকিমুক্ত হবে পর্যটনকেন্দ্র কুয়াকাটা।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী দফতরের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুর রহমান তুহিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান বিজে জিও টেক্সটাইল লিমিটেড অ্যান্ড আবুল কালাম আযাদ যৌথভাবে এ কাজটি করছে। এ কাজের জন্য প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬৪ লাখ টাকা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কাজ
- প্রতিরক্ষা
- সমুদ্র সৈকত
- বালু