করোনা (Covid 19) আবহে অনেকটা স্বস্তি মিলল বাংলায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় কেউ মারা যাননি। এই প্রথম রাজ্যের করোনা গ্রাফে এমনটা ঘটল বলে জানা যাচ্ছে। একদিনে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্য থাকায় আশার আলো দেখলেন রাজ্যবাসী। স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। এই মুহূর্তে রাজ্যে করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ হাজার ২৯৩ জন।
অন্যদিকে, করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় বাংলায় সুস্থ হয়েছেন ২১২ জন। সবমিলিয়ে রাজ্যে করোনায় মোট সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৬১ হাজার ৭৫৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ২৬৮ জনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.