শীত শেষে বন্ধ থাকা এসি-ফ্যান চালানোর আগে যা করা জরুরি
সময় টিভি
প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ০৭:৪৭
শীত শেষে ধীরে ধীরে এগিয়ে আসছে গরম। ফলগুনের মাঝামাঝিতেই রোদে তেজ অসহনীয় পর্যায়ে চলে এসছে। আর গরম মানেই এসি কিংবা ফ্যান আপনার সঙ্গী হবে সর্বক্ষণের। এছাড়া এই গরম থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই।
তবে, গরমের শুরতে এসি-ফ্যান চালু করা আগে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখা জরুরি। কারণ দীর্ঘদিন বন্ধ থাকা এসি বা ফ্যান চালানোর আগে বিষয়গুলো জানা না থাকলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। জানা থাকা ভালো, দীর্ঘসময় এসি বন্ধ থাকার পর, তা চালাতে গিয়ে অতীতে অনেক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।