![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-03%252Fe83286eb-4088-49a4-9ee7-ae03ff53f8d2%252FDhaka_DH0526_20210301_FB_IMG_1614614033477.jpg%3Frect%3D0%252C113%252C1080%252C567%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সাভারে সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে আগুন
ঢাকার সাভারে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে যায়। সোমবার রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যক্তিগত গাড়িটি ঢাকার দিক থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। রাত ৯টার দিকে গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এর আগেই গাড়িটি পুড়ে যায়। এ সময় মহাসড়ককে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে গাড়িটি সরানোর পর পুনরায় যান চলাচল শুরু হয়।