প্রগতিশীল জোটের ঘেরাও কর্মসূচি শেষ, পুলিশের ধন্যবাদ
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ তিন দফা দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি শেষ হয়েছে৷ ‘পুলিশের অনুরোধে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করায়’ পুলিশ তাঁদের ধন্যবাদ জানিয়েছে।
লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর তদন্ত ও বিচার, মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার ৮ জনের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছিল।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছিলেন জোটের নেতা-কর্মীরা৷ পরে বেলা সোয়া একটার দিকে তাঁদের কর্মসূচি শেষ হয়। দেড় শতাধিক নেতা-কর্মী সহকারে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনের সামনে এলে পুলিশের একটি দল তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে৷ পুলিশের সঙ্গে কিছুক্ষণ ধস্তাধস্তির পর বাধা উপেক্ষা করেই বাম সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যেতে থাকেন৷ সচিবালয়সংলগ্ন ডিপিডিসি ভবনের সামনে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে একদল পুলিশ আগে থেকেই অবস্থান করছিল৷