খুঁটির বদলে ইট ঝুলিয়ে বিদ্যুৎ সঞ্চালন!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৈদ্যুতিক মেইনলাইনের তারে ইট বেঁধে বিদ্যুৎ সঞ্চালনের ব্যাবস্থা করা হয়েছে। শনিবার উপজেলার নীলফা বয়রা উচ্চ বিদ্যালয়ের সড়কের বৈদ্যুতিক মেইন তারে এই ইট ঝোলনো দেখা যায়।
সরোজমিনে গিয়ে দেখা যায়, পল্লীবিদ্যুৎ গোপালগঞ্জের আওতাধীন টুঙ্গিপাড়ার নীলফা বয়রা নামক স্থানে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার না করে দুর্ঘটনা এড়াতে শিমুল গাছে ইট বেঁধে লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ সময় গাছের বিভিন্ন কাণ্ডে আগুন ধরতে দেখা যায়। যা এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।