কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকার দুই মেয়র মন্ত্রিত্বের পদমর্যাদা পাবেন কবে?

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৭

এক বছর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তাদের আগে দায়িত্ব পালন করা মেয়ররা এই মর্যাদা পেলেও আতিকুল-তাপস এখন পর্যন্ত তা পাননি। কবে পাবেন বা আদৌ তাদের মন্ত্রিত্বের পদমর্যাদা দেয়া হবে কি-না, তার নিশ্চিত তথ্য মেলেনি।

ডিএনসিসি ও ডিএসসিসির সচিবের দফতর সূত্র জানায়, আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস সংস্থা দুটির মেয়র হিসেবেই নিজেদের দাফতরিক কাজ এবং বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করছেন। মন্ত্রিত্ব (বিশেষ মর্যাদা) নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ বা স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের কিছু জানানো হয়নি। যদিও ঢাকার মেয়রদের বিশেষ মর্যাদা থাকলে সংস্থার কাজের গতি বাড়ে বলে মনে করেন ডিএসসিসি এবং ডিএনসিসির সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও