You have reached your daily news limit

Please log in to continue


প্রজননক্ষেত্র ধ্বংস করা হোক

প্রকৃতিতে শীতের আমেজ শেষ হয়ে গরম পড়তে শুরু করেছে। রাতে হালকা শীত থাকলেও দিনে গরম। আবহাওয়ার এই পরিবর্তনের সময়ে রাজধানীতে মশার উপদ্রব বেড়েছে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। বিশেষ করে যেসব এলাকায় খাল-নালা রয়েছে সেখানে মশার উপদ্রব ভয়াবহ। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, খালসংলগ্ন এলাকাগুলোতে সন্ধ্যা হলেই ঝাঁকে ঝাঁকে মশা ঘরে ঢোকে। দরজা-জানালা বন্ধ রেখেও রেহাই নেই। মশা এত বেশি যে অ্যারোসল, ইলেকট্রিক ব্যাট, মশারি ইত্যাদি ব্যবহার করেও কোনো লাভ হচ্ছে না। আকারে ক্ষুদ্র হলেও ভূপৃষ্ঠে যত প্রাণী আছে; তার মধ্যে সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর কীট মশা। ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুÑ সবই বহন করে এটি। শুধু বহন করেই ক্ষান্ত হয় না, সামান্য এক কামড়ে এসব ছড়িয়ে দিতে পারে একজন থেকে আরেকজনের দেহে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন