উদ্বাস্তু তাদের বলা হয়, যারা আবাসস্থল ছেড়ে অন্যস্থানে চলে যেতে বাধ্য হয়। আর জলবায়ুর পরিবর্তনের কারণে যখন মানুষ তার বসতবাড়ি ছেড়ে অন্যস্থানে বসবাসের জন্য চলে যায় বা যেতে বাধ্য হয়, তখন তাদের জলবায়ু উদ্বাস্তু বলে। বাংলাদেশে জলবায়ু উদ্বাস্তু বাড়ছে। তারা দেশের ভেতরে এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে। যখনই একটি জেলার ওপর বেশি চাপ পড়ে, তখন সেই জেলার ভ্রাম্যমাণ কিংবা দৈনিক খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ওপর বাড়তি চাপ পড়বেই। ধরে নিচ্ছি, খুলনা শহরে মোট পাঁচ হাজার রিকশাচালক আছে এবং কোনো রিকশাচালকেরই নিজস্ব কোনো রিকশা নেই।
সবাই মালিকের কাছ থেকে এক দিনে ২০০ টাকার বিনিময়ে রিকশাভাড়া নিয়ে থাকে। অর্থাৎ প্রতিদিন খুলনা শহরে রিকশার মোট চাহিদা পাঁচ হাজারটি। খুলনার পার্শ্ববর্তী জেলার (যেমন, সাতক্ষীরা, বাগেরহাট) অনেক মানুষ বর্গাচাষি কিংবা দিনমজুর। এখন এই দুই জেলায় যদি বন্যা হয় এবং তা দীর্ঘস্থায়ী হয়, তবে জীবিকার তাগিদে অনেক মানুষ বেকার হয়ে পার্শ্ববর্তী খুলনা শহরে চলে আসবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.