রোগ মুক্তির আশায় পাগলের বালু পড়া
রোগ মুক্তির আশায় পাগলের বালু পড়া নিতে এক মহিলার কাছে ভিড় জমিয়েছে স্থানীয়রা। টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার খানুরবাড়ি এলাকায় অজ্ঞাত ওই মহিলার দেখা পাওয়া গেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) খানুরবাড়ি এলাকায় ওই মহিলার ছবি তুলতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যান।
তবে বিকেলের পর তাকে আর এলাকায় দেখা যায়নি। খানুরবাড়ি গ্রামের গোপাল চন্দ্র হালদার বলেন, এলাকায় হঠাৎ দেখি অদ্ভুত দেখতে ওই মহিলা বিভিন্নজনকে বালু পড়া দিচ্ছে। এছাড়া রাস্তার মাটি খাওয়াচ্ছে। তার দেওয়া মাটি হাতে নিয়ে দেখি খুবই সুগন্ধি। পরে সে আমাকে বালু পড়ে দিলে সেটা খেয়ে দেখি বালু মিষ্টি লাগছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- এলাকাবাসী
- রোগ মুক্তি
- বালু