![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F5234b0ca-fac3-44e5-8dbf-c46dd5f52c8b%252Fbbf91c8d-ed90-49fa-a3fc-6b5639443290.JPG%3Frect%3D0%252C0%252C2047%252C1075%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-02%252F0c4584f0-e7e8-4bb4-b8a6-ad23e46b76d3%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
উৎসবমুখর পরিবেশে এফডিসিতে নির্বাচন
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন। শুক্রবার সকাল থেকে নির্বাচনস্থল বিএফডিসিজুড়ে বইছে উৎসবের আমেজ। নাটক নির্মাতাদের নির্বাচনে এসে যেন মিশে গেছে মিডিয়ার প্রতিটি বিভাগের মানুষ।
ভোট গ্রহণের পাশাপাশি দারুণ জমেছে ভোটার, প্রার্থীদের মধ্যে আড্ডা। সকাল নয়টা থেকে এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। মাঝে নামাজের বিরতি শেষে চলে পাঁচটা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। সাইফুল ইসলামের তোলা ছবিতে দেখুন সারা দিনের বিভিন্ন চিত্র।