![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F07e25760-e4e4-46c1-b870-511acd70baed%252FUnd_2.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি সেই ট্রাকচালক
গত শুক্রবার ঢাকার কেরানীগঞ্জে র্যাব–১০–এর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি পেশায় ট্রাকচালক। তাঁর নাম শহীদুল ইসলাম শফিক। ১৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকায় যে ট্রাকের চাপায় র্যাব সদস্য মো ইদ্রিস নিহত হন, সেই ট্রাক তিনি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছে র্যাব।
অন্যদিকে পরিবারের সদস্যরা বলেছেন, নিহত হওয়ার আগে সপ্তাহখানেক তিনি কোথায় ছিলেন, সে সম্পর্কে তাঁরা জানেন না।
শহীদুল ইসলামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার দুর্মুঠ গ্রামে। তিনি থাকতেন শহরের নান্দিনা রেলস্টেশনের পেছনে শ্বশুরবাড়িতে। গত শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খেজুরবাগ সাত পাখি স্বপ্নধরা আবাসিক এলাকায় র্যাব–১০–এর সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক যুবক নিহত হন বলে জানায় র্যাব। এর পরই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় র্যাব একটি মামলা করে। ওই মামলার তদন্ত কর্মকর্তা ইশতিয়াক হোসেন নিহত ব্যক্তির নাম–পরিচয় প্রথম আলোকে নিশ্চিত করেন।