You have reached your daily news limit

Please log in to continue


‘সাগরে ভাসা রোহিঙ্গা নিয়ে বিবিসির রিপোর্ট ঠিক নয়’

সাগরে ভাসা রোহিঙ্গাদের নিয়ে বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য সঠিক নয় বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, রোহিঙ্গারা বাংলাদেশের উপকূলে ভাসছে বলে যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। সাগরে ভাসা রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অনেক দূরে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেই বলা হয়েছিল যে রোহিঙ্গাদের নিয়ে ভাসমান নৌযানটির অবস্থান আন্দামান সাগরে। এটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে, মিয়ানমারের দক্ষিণে, থাইল্যান্ডের পশ্চিমে এবং ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নৌযানটি এখন বাংলাদেশ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে রয়েছে। এটির অবস্থান এখন মিয়ানমার থেকে ৪৯২ কিলোমিটার, থাইল্যান্ড থেকে ৩৬৩ কিলোমিটার, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিলোমিটার ও ভারত থেকে ১৪৭ কিলোমিটার দূরে। এটি স্পষ্ট যে নৌযানের অবস্থান বাংলাদেশ থেকে অনেক দূরে এবং অন্য দেশগুলোর অনেকটা কাছাকাছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন