ঘরের কাজের জন্য স্ত্রীকে অর্থ দেওয়ার নির্দেশ চীনা আদালতের
বৈবাহিক সম্পর্কে যাপন করতে গিয়ে স্ত্রী ঘরের যেসব কাজ করেছেন, তার জন্য তাকে অর্থ পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দিয়েছেন চীনের বেইজিংয়ের বিবাহবিচ্ছেদ সম্পর্কিত একটি আদালত। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আদালতের এই রায়ের ফলে ওই নারী তার পাঁচ বছরের বৈবাহিক জীবনে গৃহকর্মের জন্য ৫০ হাজার ইউয়ান পাবেন। চীনের একটি নতুন সিভিল কোড প্রবর্তনের পরে এই রায় দেওয়া হয়েছে। মামলা ও আদালতের রায় নিয়ে চীনের সাইবার দুনিয়ায় ব্যাপক তর্ক-বিতর্ক হচ্ছে। কয়েকজন বলছেন, পারিশ্রমিক হিসেবে ওই নারীকে যে পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত, তা খুবই কম।