You have reached your daily news limit

Please log in to continue


দারাজে বিশেষ ছাড়ে পাওয়া যাবে রিয়েলমির স্মার্টফোন

শুভাকাঙ্ক্ষী ও ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত অফার নিয়ে বাংলাদেশে নিজেদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। প্রথম বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ ছাড়ে স্মার্টফোন দেয়ার পাশাপাশি অন্যান্য সুবিধাদানে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজের সঙ্গে অংশীদারিত্ব করেছে রিয়েলমি। দারাজে রিয়েলমির প্রথম বর্ষপূর্তি অফারে ক্রেতারা রিয়েলমি ৭প্রো (৮+১২৮ জিবি) কিনতে পারবেন ২৫ হাজার ৯৯০ টাকায়, রিয়েলমি ৭আই (৮+১২৮ জিবি) পাবেন ১৬ হাজার ৯৪০ টাকায়, রিয়েলমি সি১৭ (৬+১২৮ জিবি) পাবেন ১৪ হাজার ৬৪০ টাকায়, রিয়েলমি সি১৫ (৪+১২৮ জিবি) কিনতে পারবেন ১৩ হাজার ২৯০ টাকায়, রিয়েলমি সি১৫ (৪+৬৪ জিবি) পাবেন ১২ হাজার ১৯০ টাকায় এবং রিয়েলমি সি১১ (৫০০০ মিলি অ্যাম্পিয়ার + ৬.৫ ডিসপ্লে) পাবেন আট হাজার ৬৯০ টাকায়। শুধু দারাজে আগামী ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি এ আকর্ষণীয় মূল্যে এ স্মার্টফোনগুলো কেনা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন