সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়া দৃঢ়প্রতিজ্ঞ: পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং তার দেশে অবৈধ বিদেশি সামরিক উপস্থিতির অবসান ঘটাতে দামেস্ক সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
সোমবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৬তম অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন সন্ত্রাসবাদ এখনো তার দেশের জন্য সবচেয়ে মারাত্মক হুমকি এবং এর মাধ্যমে সিরিয়ার উপর রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করে হচ্ছে।