গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫২

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের বিরুদ্ধে আমদানি ও রপ্তানির আড়ালে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের বিরুদ্ধে আমদানি ও রপ্তানির আড়ালে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৬৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।

সংস্থাটির সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার সোমবার ঢাকায় সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে বলেন কিছু সংখ্যক সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তাঁরা এই অর্থ পাচার করেছেন বলে দুদক অভিযোগ পেয়েছে। তিনি বলেন দুদকের একটি টিম এসকল অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে এবং তাঁদের প্রতিবেদন হাতে পেলে তা পর্যালোচনা করে কমিশন আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও