নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, এ কথা একেবারেই মানতে রাজি নন সিইসি
নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে না, প্রতিযোগিতামূলক হচ্ছে না—এসব কথা একেবারে মানতে রাজি নন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। যশোরের কেশবপুরে পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ সোমবার ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন সিইসি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
সাম্প্রতিক পৌর নির্বাচনগুলো সুষ্ঠু হওয়ার কারণ ব্যাখ্যা করে সিইসি নূরুল হুদা বলেন, ‘নির্বাচনে এত কিছুর মধ্যেও ৬৬ পারসেন্ট, ৬৫ পারসেন্ট, ৬৭ পারসেন্ট লোক ভোট দেয়। আপনারাই বলেন, মহিলাদের উপচে পড়া ভিড়, লাইন ধরে মহিলারা ভোট দিচ্ছে। নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি যখন ভালো থাকে, যখন নিরাপদ থাকে, তখনই তো মহিলাদের উপস্থিতি লক্ষণীয় হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.