পুরান ঢাকায় রঙ ফর্সাকারী নকল ক্রিমের কারখানার সন্ধান
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৯
                        
                    
                ছোট্ট একটি বাসায় ঘণ্টায় তৈরি হয় কয়েক হাজার পিস রঙ ফর্সাকারী ক্রিম। তিব্বত, নোভা, ফেয়ার অ্যান্ড লাভলির আদলে নিধি অ্যান্ড লাভলি, এমনকি ভারতের বহু নামিদামি রঙ ফর্সাকারী ব্র্যান্ডের নকল ক্রিম তৈরি হতো এখানে। 
পুরান ঢাকার রহমতগঞ্জে হাজী বাল্লু রোডে ‘নিধি কসমেটিকস’ নামে এমন একটি কারখানার সন্ধান মিলেছে। সোমবার সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছে। রাজধানীর চকবাজারসহ সারাদেশে বিভিন্ন ব্র্যান্ডের নকল কসমেটিকম সরবরাহ করতো এই প্রতিষ্ঠান। 
- ট্যাগ:
 - বাংলাদেশ
 - নকল কারখানা
 - নকল পণ্য
 - ত্বক ফর্সা